পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ৭৫০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জাহিদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পিরোজপুরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার সকালে শিয়ালকাঠী তালুকদার হাট এলাকার মহাজন বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জাহিদুল শিয়ালকাঠী ৩ নম্বর ওয়ার্ডের মাস্টার নুরুল ইসলামের ছেলে। জানা গেছে, সে বরগুনা কারাগারের বরখাস্তকৃত কারারক্ষী। এর আগে ২০২১ সালে ২৪ আগষ্ট পিরোজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুইশত পিস ইয়াবা এবং ৬’শ গ্রাম গাঁজাসহ বাড়ি থেকে আটক করে ছিল।
- Advertisement -
কাউখালী থানার ওসি মো. জাকারিয়া বলেন, জাহিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।