গরুর নাম ‘জায়েদ খান’, খেপলেন ওমর সানী

0 ১,০০৬

ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারিরা। যেমন- ‘শাকিব খান’, ‘জায়েদ খান’, ‘হিরো আলম’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’ আরও অনেক নাম রাখা হয়। কেউ কেউ আবার মানুষের নামেও নামকরণ করে থাকেন। তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির নব্বই দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’ নায়কের পরামর্শ, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।’

- Advertisement -

কোরবানির পশু হাটে তোলার আগে নিজের পালিত গরুর বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারিরা। কেউ কেউ অনেক আগে থেকেই প্রিয় প্রাণীটির নাম দিলেও বেশির ভাগই বাড়তি আকর্ষণের লক্ষ্যে নামকরণ করেন। এ ক্ষেত্রে তারা বেছে নেন আলোচিত-সমালোচিত নামগুলো।

এবারের কোরবানির হাটে ‘জায়েদ খান’, ‘হিরো আলম’, ‘পদ্মা’, ‘সেতু’ এমন বিভিন্ন নামের গরু উঠেছে। যেগুলো নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সোরগোল পড়ে গেছে। গরুগুলোর দামও ধরা হচ্ছে মোটা অঙ্কে। মূলত নামের কারণেই গরুগুলো আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Facebook Comments

Leave A Reply

Your email address will not be published.