পল্লবী শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা সাইমন আটক

0 ৮,৮২৯

নিউজ টাইমস্ থ্রিসিক্সফাইভ//পল্লবী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তাকের ছেলে সাইমন অবশেষে আটকরাজধানীর পল্লবী থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তাক হিরোইনের ছেলে ইয়াবা সাইমন পল্লবী থানা পুলিশ মাদকসহ আটক করেছে। পল্লবী থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাস্হল থেকে সুমন ও তুম্মি নামের তার ভাইএবং বোন পালিয়ে গেছে। একই পরিবারের সবাই মাদক ব্যবসায়ী বলে এলাকা বাসীর অভিযোগ।
পল্লবী এলাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য তারা বরাবরই কুখ্যাত। এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা অবৈধ বিভিন্ন ধরনের মাদক ও হিরোইন ব্যবসায়ীরা বসবাস করে । পল্লবী এলাকায় বিপথগামী কিছু ব্যক্তির অতিরিক্ত হিরোইনসহ বিভিন্ন মাদক আশক্তির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। মাদকসক্তরা ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন বড় রকমের অপরাধে প্রায় জড়িয়ে পড়ে। এই মাদক ব্যবসা একচ্ছত্র নিয়ন্ত্রণ করে মোস্তাক হিরোইন পরিবার। এই পরিবারের সদস্যদের হাতেই মূলত অবৈধ হিরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চলে পল্লবী এলাকায়। সেই মোস্তাকের ছেলে ইয়াবা সাইমন প্রকাশ্যে মাদক বিক্রিকালে অবশেষে পল্লবী থানা পুলিশের হাতে আটক হয়।
স্থানীয় ও পল্লবী থানা পুলিশ সূত্রে জানা যায়,গত কাল ৮ এপ্রিল রাতে পল্লবী থানাধীন মিরপুর ১১ বাউনিয়াবাধ এলাকায় প্রকাশ্যে হিরোইন বিক্রিকালে এসআই জহির উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পুলিশ ফোর্স কর্তৃক আটক হয়। এই সময় তার সাথে থাকা ৩৭ গ্রাম লুজ হিরোইনও জব্দ করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে এসআই জহির উদ্দিন আহমেদ বলেন, পল্লবী এলাকার সবাই জানে মোস্তাক পরিবারের হাতেই নিয়ন্ত্রণ হয় পল্লবী এলাকার সকল অবৈধ হিরোইন ব্যবসা। দীর্ঘদিন থেকেই এই মাদক ব্যবসায়ী পরিবারকে মাদক বিক্রিকালে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিলাম। আজ হঠাৎ খবর পাই, বাউনিয়াবাধ এলাকায় একজন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বিক্রি করছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে সাইমনকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে জানতে পারি, সাইমন শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তাকের ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

- Advertisement -

Facebook Comments

Leave A Reply

Your email address will not be published.