বাংলাদেশে প্রথম প্রি-হিটেড ব্যাগ নিয়ে যাত্রা শুরু গো ফুডের

0 ৩,৬৬৫

ডেস্ক রিপোর্টে

তুমুল ঝড়-বৃষ্টি কিংবা কনকনে শীত — এমন মুহূর্তে গরম গরম খাবার কার না ভালো লাগে। তাদের জন্য সুখবর নিয়ে এল ডিজিটাল ফুড মার্কেটপ্লেস গো ফুড। যে কোনো সময়ে গো ফুড অ্যাপে অর্ডার দিলে বাসায় অল্প সময়ে পৌঁছে যাবে একেবারে টাটকা ধোঁয়া ওঠা গরম খাবার।

বাংলাদেশে এ প্রথম স্মার্ট প্রি-হিটেড ব্যাগ দিয়ে বুধবার (২২ মার্চ) যাত্রা শুরু করল খাবার ও নিত্যপণ্য ডেলিভারি সার্ভিস গো ফুড। প্রাথমিকভাবে গুলশান, বনানী, বসুন্ধরা ও বেইলি রোড এলাকার গ্রাহকেরা পাবেন এ সেবা।

- Advertisement -

প্রতিষ্ঠানটি জানায়, তাদের আধুনিক ও স্মার্ট প্রি-হিটেড ব্যাগ রেস্টুরেন্ট থেকে গ্রাহক পর্যন্ত খাবার গরম ও সুস্বাদু রাখতে সাহায্য করবে। গো ফুডের সহ-প্রতিষ্ঠাতা মো. নাসিরুল্লাহ ছোটন বলেন, ‘প্রি-হিটেড ব্যাগ খাবারের সর্বোত্তম তাপমাত্রা নিশ্চিত করে। এটি উদ্যোক্তাদের জন্যও লাভজনক মডেল।’

আগামী তিন মাসে পুরো রাজধানী ও এক বছরের মধ্যে সব বিভাগীয় শহরে এ সেবা চালু হবে। গো ফুড অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে।

Facebook Comments

Leave A Reply

Your email address will not be published.