মিরপুর পেশাদার সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0 ৭,৪২১

স্টাফ রিপোর্টার //রাজধানীর বৃহত্তর মিরপুর পেশাদার সাংবাদিকদের মাঝে বিনোদন ও আন্তরিকতা বজায় রাখতে সাংবাদিকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (১২ মার্চ) দিনব্যাপী মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনে মিরপুর পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অংশ নেন- মিরপুর কিংস, মিরপুর টাইগার্স, ম. কামাল/ম. চঞ্চল স্মৃতি সংসদ ও আরপিসি। দিনব্যাপী খেলায় ফাইনালে ০-৭ গোলে ম. কামাল/ম. চঞ্চল স্মৃতি সংসদকে পরাজিত করে মিরপুর টাইগার্স দল।মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি- মোহাম্মদ মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ ও বিশেষ অতিথি সিটি লাইট প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম। এছাড়া আমন্ত্রিত অতিথি আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, সাহিত্যিক ও সাংবাদিক গোলাম কাদের, পুলিশের সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম এবং পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম।সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানের আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরণের সুন্দর কাজ অব্যাহত করার আহবান জানান।এ সময় ওসি পারভেজ ইসলাম যুবসমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান। অতিথিদের বক্তব্য শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন- প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদযাপন কমিটির আহবায়ক ও মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

- Advertisement -

Facebook Comments

Leave A Reply

Your email address will not be published.