ময়মনসিংহের গৌরীপুরে শীবব্রত পালনে ছিল ভক্তবৃন্দের উপচে পড়া ভিড়

0 ৩,২৬৫

দিলীপ কুমার দাস ময়মনসিংহ।

আজ শিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভোলানাথ শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পূজা অনুষ্ঠিত হয়। দেবাদিদেব মহাদেব, ভোলানাথ, শিবশম্ভু ইত্যাদি নাম সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রিয়; আদরমাখা, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসায় ভরা নাম।

- Advertisement -

এ উপলক্ষে গোলকপুর শীব মন্দিরে ভোর থেকেই পৌরসভা সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ভক্ত নারী পুরুষ আসেন বাবা ভোলানাথের কাছে তাদের মনোষ্কামোনা জানাতে। এ সনয় ভক্তরা শিবলিঙ্গের উপরে দুগ্ধ, বেলপাতা ও ডাবের জল অর্পন সহ মোমবাতি ও আগরবাতি প্রজ্জ্বলিত করে এবং ঘন্টা বাজিয়ে বাবা ভোলানাথকে জাগরিত করে তাদের প্রার্থনা জানান। এখানে বহু বৈষ্ণব ও উপস্থিত ছিলেন।

শিবের প্রণাম মন্ত্র থেকে পাই- শিবরাত্রি ব্রত করলে বহু জন্মের মহাপাপ দূরীভূত হয়, তিনি জ্ঞান প্রদান করেন, দারিদ্র্য ও দুঃখ দহন করেন এবং সর্বরোগের বিনাশ সাধন করেন। তিনি মায়া ও অজ্ঞানতাকে ধ্বংস করে পরম চৈতন্যর সঙ্গে ভক্তের মিলন ঘটান।

Facebook Comments

Leave A Reply

Your email address will not be published.