যে নদীতে মাছ ধরতে হয় না, নিজেই লাফিয়ে কাছে আসে

শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি

0 ২,৩৭০

আন্তর্জাতিক ডেস্ক//
শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। যুক্তরাষ্ট্রের একটি নদীতে মাছ ধরতে বড়শি কিংবা জালের প্রয়োজন হয় না।

মাছ নিজেই চলে আসবে আপনার কাছে। ভাবুন তো, মাছ ধরতে গিয়েছেন- কিন্তু মাছ নিজেই লাফিয়ে আপনার কাছে ধরা দিচ্ছে, বিষয়টি কেমন। খবর বিবিসির।

ভাবতে অবাক হলেও এমনটি ঘটে থাকে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের একটি গ্রামে।

গত প্রায় ১৭ বছর ধরে মাছ ধরার এমন প্রতিযোগিতা ‘রেডনেক ফিশিং টুর্নামেন্ট’-এর আয়োজন চলে আসছে।

- Advertisement -

বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এ মাছ ধরার এমন প্রতিযোগিতায় অংশ নিতে।

বিশ্বের এই একটা স্থানেই মাছ আপনার কাছে ছুটে আসবে। মাছগুলো এমনভাবে নদীতে লাফালাফি করে, আপনার মনে হবে কেউ নদীতে পফ্টকর্ন ভাজছে।

দেখকে খুব আনন্দ লাগবে আপনার। কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে শত শত মানুষ ‘রেডনেক ফিশিং টুর্নামেন্ট’ -এ অংশ নিতে আসেন।

Facebook Comments

Leave A Reply

Your email address will not be published.