সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত বিদায়ী ওসি মশিউর রহমান

0 ৩,২৭৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ২৬ মাস নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন মশিউর রহমান (পিপিএম) বার। তিনি পরপর দুবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন। তার স্থলাভিষিক্ত যোগদান করেছেন গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার (১২ জানুুয়ারি) থানার মাঠ প্রাঙ্গণে সাংবাদিক, পুলিশ ও সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণে আয়োজিত জনতার উপস্থিতিতে বিদায়ী ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার আগমনে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিকের সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান,, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংবাদকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

আয়োজনে সদ্য বিদায়ী মানবিক অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের সফলতার বিভিন্ন কথা তুলে ধরে বক্তব্য রাখেন সমাজের সব পেশা শ্রেণির মানুষজন। কিশোর গ্যাং,মাদক-সন্ত্রাস ,সরকার বিরোধী বহু আন্দলোন কঠোরভাবে দমন নেতৃত্ব দেয়াারও প্রশংসা করেন রাজনৈতিক নেতৃবৃন্দরা। তার সাফল্য ও সফলতা তুলে ধরার পাশাপাশি নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফাকে জনতার পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার আহ্বানও জানান বক্তারা।

- Advertisement -

বিদায়ী ওসি মশিউর রহমান বলেন, দীর্ঘদিন সিদ্ধিরগঞ্জ থানার দ্বায়িত্বে থাকাকালীন চাকরির সুবাদে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে সবার সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। পুলিশের চাকরি জীবনে শুরুরে পিরোজপুর জেলায় দীর্ঘ ৫ বছর চাকরি করেছি। সেখানেও মানুষের ভালোবাসা পেয়েছি। আসলে আমি মুচি থেকে শুরু করে এমপি পর্যন্ত সবার কাছে সমান ভালোবাসা পেয়েছি। সিদ্ধিরগঞ্জবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাকে এত ভালোবাসে এটা দেখে। এই ভালোবাসায় আমি চিরকাল মনে রাখবো। বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ছোটভাই সম্মোধন করে তারজন্য সফলতা ও দোয়া কামনা করে সিদ্ধিরগঞ্জবাসীর পাশে থাকার সহযোগিতা কামনা করেন।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, আমি গত দুই বছর এক মাস এর অধিক সময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এই দায়িত্ব পালনকালে সিদ্ধিরগঞ্জ থানায় সংগঠিত বিভিন্ন অপরাধের সংবাদ এর পাশাপাশি আমাদের বিভিন্ন সাফল্য গুলো আপনারা আপনাদের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচার করেছেন। আপনাদের এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার আমাদের পেশাগত দায়িত্ব পালন আরো অধিক সহজ হয়েছে। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি, দুর্নীতি, বিভিন্ন অনিয়ম সহ আমাদের ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে আমার কথায় অথবা ব্যবহারে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন এটি একান্তই অনিচ্ছাকৃত ছিল। যেকোনো কাজে সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি পাশে পেয়েছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান বলেন, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমানের এমন বিদায়ে পুলিশ বাহিনীকে গর্বিত করেছে। এখানকার মানুষ তাকে এতো ভালোবাসে এ অনুষ্ঠানে এসে উপলব্ধি করছি। আমি তার সাফল্য কামনা করছি সেইসাথে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা যেনো এই থানার মানুষকে এমন সেবা দিতে সেই কামনা করছি।##

Facebook Comments

Leave A Reply

Your email address will not be published.