সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ৫৫০টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করলেন

0 ৮,৮০৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নিজ অর্থায়নে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কদমতলি মধ্যপাড়া এলাকার ৫৫০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঢালী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ ঢালী।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর ৩ টার দিকে কদমতলি মধ্যপাড়া ঢালী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ এর নিজ বাসভবনের সামনে নিজ অর্থায়নে ৫৫০টি পরিবারকে চাল, ডাল,লাচ্ছা সেমাই, চিকন সেমাই, চিনি,আলু, পিয়াজ, লবন ও দুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

- Advertisement -

এসময় ঢালী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ বলেন, দুনিয়ার দানে আখিরাতের পানে, মহান স্রষ্ঠার দয়া ও রহমতের প্রত্যাশায় ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় মানুষকে সামান্য ঈদ সামগ্রী বিতরণ করতে পেরে নিজের মনে সুখ শান্তি অনুভব করছি। এজন্য মহান আল্লাহতায়ালা’র নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহতায়ালা আগামী ভবিষ্যতেও যেনো এ আয়োজন আরও বেশি করে সমাজের অসহায় গরীব-দুস্থদের মাঝে বিলিয়ে দিতে পারি সেজন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেন।

Facebook Comments

Leave A Reply

Your email address will not be published.